দ. কোরিয়ায় সামরিক আইন জারি কেন্দ্র করে রাজনৈতিক সংকট: প্রেসিডেন্ট ইউনের ভাগ্যে এরপর কী?

সামরিক আইন জারির প্রতিবাদে সৈনিকদের বাধা উপেক্ষা করেই পার্লামেন্টে সমবেত হন আইনপ্রণেতারা। তাঁরা প্রেসিডেন্টের জারি করা ডিক্রিকে ভোটাভুটির মাধ্যমে বাতিল করে দেন। ছয় ঘণ্টা পরে যা মেনেও নেন ইউন।