২ বছর পর ঈদযাত্রার অনুমতি, ইন্দোনেশিয়ায় ৬ মাইল দীর্ঘ যানজট
ইন্দোনেশিয়ায় ঈদযাত্রা শুরু হওয়ার পর দেশটির রাজধানী জাকার্তার বাইরে কিছু রুটে ১০ কি.মি. (৬ মাইল) পর্যন্তও যানজট লেগেছে।
দেশটিতে বিগত দুই বছর করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদের আগে আগে জনসাধারণের ঈদ যাত্রার ওপর নিষেধাজ্ঞা ছিল। কোনো ছুটির আগে একত্রে অনেক মানুষ নিজ নিজ বাড়িতে ফেরা দেশটিতে স্থানীয়ভাবে মুদিক নামে পরিচিত।
এ সপ্তাহে ড্রোনে তোলা কিছু ছবিতে দেখা গেছে, জাকার্তা থেকে বেরোনোর একটি প্রধান মহাসড়কের টোল বুথের দুই পাশে গাড়ির লম্বা সারি।
যাত্রীদের ভীড় দেখা গেছে বাস ও রেল স্টেশনগুলোতেও।
জাকার্তার পেসার সেনেন রেল স্টেশনে অপেক্ষারত ত্রি ওয়াহইউনি রয়টার্সকে বলেন, "পরিবারকে দেখলে ভালো লাগবে… দুই বছর হয়ে গেলে বাড়ি যেতে পারিনি"।
এ মাসের শুরুতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এক টুইটে বলেছিলেন, অন্তত ৭.৯ কোটি ইন্দোনেশিয়ান এবার ঈদ-উল ফিতর উপলক্ষে বাড়ি যেতে চায়।
গত দুই বছর ধরে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে করোনাভাইরাস সংক্রণের হার ছিল এশিয়ার মধ্যে সামনের সারিতে। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার অনেকটা কমে আসায় বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
"আশা করি ভবিষ্যতে কোনো কোভিড থাকবেনা, আর প্রতি বছর আমরা বাড়ি যেতে পারবো", বলছিলেন নিজের সন্তানসহ ট্রেনের অপেক্ষায় থাকা আরেক যাত্রী শ্রি সুয়ান্তি।
সূত্র: রয়টার্স