যুদ্ধের জন্য জেলেনস্কিও সমানভাবে দোষী: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সমানভাবে দায়ী।
গতকাল বুধবার (৪ মে) টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলেনস্কিকে সমর্থন জানিয়ে পশ্চিমা নেতারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে তারা যুদ্ধ থামানোর জন্য আলোচনার বদলে যুদ্ধকেই আরও বেশি উৎসাহ জুগিয়েছেন।
'আমি দেখি ইউক্রেনের প্রেসিডেন্ট টেলিভিশনে কথা বলে হাততালি পান, ইউরোপীয় পার্লামেন্টের নেতাদের কাছ থেকে জয়জয়কার পান,' বলেন লুলা।
'এ লোকটা (জেলেনস্কি) এ যুদ্ধের জন্য পুতিনের মতোই সমানভাবে দায়ী,' মন্তব্য করেন সাবেক এ প্রেসিডেন্ট।
টাইম ম্যাগাজিনের এ সপ্তাহের প্রচ্ছদ-সংবাদ লুলাকে নিয়ে। সাবেক এ প্রেসিডেন্ট এ বছরের অক্টোবরে ঘটতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জাইর বলসোনারোর বিরুদ্ধে লড়বেন।
লুলার এ মন্তব্যে নাখোশ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক দেশ ইউক্রেনকে সাহায্য করে আসছে।
৭৬ বছর বয়সী লুলা'র মতে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান বিষয়ে রাশিয়ার বিরোধিতাকে স্বীকার করে নিয়ে যেকোনো যুদ্ধ এড়ানোর জন্য পুতিনের সাথে আলোচনার টেবিলে বসা উচিত ছিল জেলেনস্কি'র।
অ্যাক্টর ও কমেডিয়ান হিসেবে জেলেনস্কির খ্যাতির বিষয়টি ইঙ্গিত করে লুলা বলেন, 'এ বিষয়ে গুরুগম্ভীর আলোচনা হওয়া উচিত ছিল। মানলাম আপনি চমৎকার কমেডিয়ান ছিলেন, কিন্তু নিজেকে টিভিতে দেখানোর জন্য আপনার যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হয়নি।'
বামপন্থী এ প্রবীণ নেতা মনে করেন, বাইডেন ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার সাথে পর্যাপ্ত আলোচনা চালাতে ব্যর্থ হয়েছিল। 'বাইডেন চাইলে এ যুদ্ধ এড়াতে পারতেন। তিনি চাইলে বিমানে চড়ে মস্কো গিয়ে পুতিনের সাথে কথা বলতে পারতেন। এরকম কিছুই আপনি একজন নেতার কাছ থেকে আশা করেন,' বলেন লুলা।
ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, এমনটা পরিষ্কার করে জানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ যুদ্ধ এড়াতে পারত বলেও অভিমত প্রকাশ করেন তিনি।
লুলা বলেন, 'পুতিনের উচিত হয়নি ইউক্রেনে আক্রমণ করা। তবে দোষী কেবল পুতিন নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও দোষী।'
সূত্র: দ্য গার্ডিয়ান