চীনে বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত করা হলো এবারের এশিয়ান গেমস
সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একাধিক শহরে লকডাউন দেওয়া হয়েছে।
চীনে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় স্থগিত করা হয়েছে চলতি বছরের এশিয়ান গেমস।
ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এবার চীনে এশিয়ান গেমস-২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়েছে।
সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় একাধিক শহরে লকডাউন দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে, চীন আগামী সেপ্টেম্বরে হাংঝোউয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।