শুরুর চেয়ে এখন অনেক বেশি সেনা হারাচ্ছে ইউক্রেন: দেশটির এমপি
যুদ্ধ শুরুর সময়ের চেয়ে বর্তমান অবস্থা আরও গুরুতর জানিয়ে ইউক্রেনের একজন আইনপ্রণেতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনে শুক্রবার (১৩ মে) সাংবাদিকদের রণাঙ্গনের পরিস্থিতি এখন 'নরকতুল্য' বলে জানান ওলেকসান্ড্রা উস্তিনোভা নামের ওই আইনপ্রণেতা। 'যুদ্ধ শুরু হওয়ার সময়ের তুলনায় এখন আমরা আরও বেশি সেনা হারাচ্ছি,' বলেন তিনি।
ইউক্রেনের সুশীল সমাজের একজন অগ্রগণ্য ব্যক্তি ডারিয়া কালেনিয়াক ব্যাখ্যা করেন, 'আমরা সোভিয়েত আমলের অস্ত্রশস্ত্র দিয়ে এ যুদ্ধে জিততে পারব না। কারণ, প্রথমত রাশিয়ার কাছে (ইউক্রেনের তুলনায়) অনেক বেশি সোভিয়েত অস্ত্র রয়েছে।
দ্বিতীয়ত, এসব অস্ত্রের গোলাবারুদ সংগ্রহ করার আমাদের কোনো উপায় নেই। এবং তৃতীয়ত, রাশিয়ার জনসংখ্যা ও সৈন্যসংখ্যা দুটোই অনেক বেশি।
উস্তিনোভা বলেন, ইউক্রেন এখন আর সোভিয়েত যুগের মিগ যুদ্ধবিমানে আগ্রহী নয় কারণ 'যুদ্ধ এখন বদলে গেছে'। তার বদলে রাশিয়াকে যথোপযুক্ত জবাব দিতে ইউক্রেনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস, প্যালাডিন সেল্ফ-প্রপেল্ড হাউইটজার, ও এফ-১৬-এর মতো যুদ্ধবিমান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
উস্তিনোভা এ সময় ইউক্রেনের পাইলটদের এ ধরনের যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।
ডারিয়া কালেনিয়াক জানান তিনি সম্প্রতি কিয়েভে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, 'ইউক্রেনের এখন যুদ্ধের-অভিজ্ঞতাসম্পন্ন পাইলট রয়েছেন যারা প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ও প্রস্তুত। তারা গতকাল প্রশিক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তাদেরকে গ্রহণ করার বা প্রশিক্ষণ দেওয়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ যুদ্ধবিমান সরবরাহ করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।'
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে ভারী অস্ত্রশস্ত্র পাঠাতে শুরু করলেও এখনো এমএলআরএস বা যুদ্ধবিমান সরবরাহ করেনি।
উস্তিনোভা ও কালেনিয়াক মনে করেন, ইউক্রেনকে এসব অস্ত্র না পাঠানোর ক্ষেত্রে এখনো 'রাজনৈতিক সদিচ্ছার অভাব' ও মস্কোকে খেপিয়ে তোলার ভয় দুটোই রয়েছে।
উস্তিনোভা বলেন, 'দুই মাস আগে আমরা যদি হাউইটজার পেতাম, তাহলে মারিওপোলের আজকের এ দশা হতো না। রাশিয়ানরা শহরটিকে ঘেরাও করে সব ধ্বংস করতে পারত না।'
'আমাদের কাছে এখন সময়ের অর্থ হচ্ছে জীবন, হাজার হাজার জীবন।... এবং দূর্ভাগ্যবশত আমাদের এখানে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে যেতে হচ্ছে', বলেন এ আইনপ্রণেতা।
সূত্র: সিএনএন