ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে দেখছেন না পুতিন
সুইডেন ও ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে হুমকি হিসেবে দেখছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি দেশগুলোতে সামরিক অবকাঠামো বাড়ানোর চেষ্টা যাতে না করে সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
সোমবার (১৬ মে) যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) নেতাদের উদ্দেশে পুতিন বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় নতুন করে যোগ দেওয়াতে রাশিয়ার কোনো অসুবিধা নেই।
'তবে ন্যাটোভুক্ত দেশগুলো আমাদের জন্য আর কী হুমকি তৈরি করবে, তা আমরা দেখব,' এমন হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ন্যাটোতে দুই দেশের যোগদানের ফলে দেশটির ভূরাজতৈনিক সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে যখন রুশ প্রেসিডেন্টের এ ধরনের শান্ত প্রতিক্রিয়া, ঠিক তার একদিন আগেই সম্পূর্ণ বিপরীতমুখী বক্তব্য দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
বিয়ারকভ বলেন, 'পশ্চিমাদের এমন ভাবার কোনো কারণ নেই যে ন্যাটোর সম্প্রসারণকে সহজভাবে নেবে রাশিয়া ।'
এর আগে পুতিনের আরও এক মিত্র, দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে পারমাণবিক অস্ত্র ও উচ্চগতিসম্পন্ন মিসাইল ছুড়বে রাশিয়া।
সিএসটিওভুক্ত দেশগুলোর নেতাদের পুতিন একটি সংক্ষিপ্ত বক্তব্য পড়ে শোনান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীববিজ্ঞান পরীক্ষাগারে জীবাণু তৈরির অভিযোগ তোলেন। রাশিয়ার কাছে এ বিষয়ের প্রমাণ আছে বলেও জানান তিনি।
এ সময় তিনি আবারও ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে হুমকিতে রাখতে ইউক্রেন ব্যবহার করছিল বলেও জানান তিনি।
১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসেন পুতিন। এরপর থেকেই 'ন্যাটো রাশিয়ার জন্য হুমকিস্বরূপ' বলে আসছেন তিনি।
- সূত্র: রয়টার্স