স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলা দম্পতি, বদলি হলেন আলাদা রাজ্যে
পোষা কুকুরকে নিয়ে স্টেডিয়ামে হাঁটতে বের হন ভারতের উচ্চপদস্থ আমলা দম্পতি সঞ্জীব খিরওয়ার ও রিংকু দুগ্গা। এ কারণেই প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে খালি করে দেওয়া হয় স্টেডিয়াম। সম্প্রতি এই খবর প্রকাশিত হয় সাংবাদমাধ্যমে। এর পরপরই ওই আমলা দম্পতিকে দেশের দুই প্রান্ত লাদাখ ও অরুণাচলে বদলির নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন।
দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) তথা আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ারকে বদলি করে দেওয়া হয়েছে লাদাখে; আর স্ত্রী রিংকু দুগ্গাকে অরুণাচল প্রদেশে। দিল্লির মুখ্য সচিব বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লেখেন। এর পরই বদলির নির্দেশ আসে।
গত কয়েক মাস ধরেই দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের সন্ধ্যা ৭টার মধ্যে স্টেডিয়াম ছাড়তে বলা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। ওই সময় নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে সস্ত্রীক এই স্টেডিয়ামে হাঁটতে আসেন দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) সঞ্জীব খিরওয়ার। এই ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার শহরের সমস্ত স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খেলোয়াড়দের জন্য খোলা রাখার নির্দেশ দেয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। এরপরই দুই রাজ্যে বদলি করে দেওয়া হয় আমলা দম্পতিকে।
- সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা