যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় সন্দেহভাজন বন্দুকধারীও গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
কয়েকদিন আগেই টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় প্রাণ হারায় বেশ কয়েকজন শিক্ষার্থী। এর রেশ কাটতে না কাটতেই বুধবার (১ জুন) স্থানীয় সময় দুপুরের দিকে ওকলাহোমায় আবারও একই ঘটনা ঘটে।
গোলাগুলিতে বন্দুকধারীসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ ক্যাপ্টেন রিচার্ড মেউলেনবার্গ এবিসি নিউজকে জানান, পুলিশ একটি ফোন পায়। তখন তারা জানতে পারে, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় একজন ব্যক্তি রাইফেল নিয়ে ঢুকে পড়েছে। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে পড়েন।
এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, এক হাতে রাইফেল আর অপর হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। পুলিশ প্রাথমিকভাবে ওই ব্যক্তিকেই ঘটনার নেপথ্যে চিহ্নিত করে। পরে জানা যায়, বন্দুকধারী সেই ব্যক্তিও গুলিতে নিহত হয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এর আগে গত ২৪ মে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে ঢুকে এক বন্দুকধারী ১৮ শিক্ষার্থীসহ মোট ২০ জনকে হত্যা করে; প্রাণ হারায় বন্দুকধারী নিজেও। ওই ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়। মাত্র ১০দিন আগেই আমেরিকার বাফেলোতে এরমকই এক বন্দুকধারী গুলি চালেছিল একটি সুপার মার্কেটে। সেই ঘটনায়ও মৃত্যু হয় ১০ জনের। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এরকম আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
- সূত্র: বিবিসি