এলসি খুলতে না পারায় লিবরা ইনফিউশনের উৎপাদন বন্ধ
শেয়ার বাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনস লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। খেলাপি ঋণ পরিশোধ না করায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কোম্পানিটির এলসি খোলা বন্ধ করে দেয়। ফলে কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম আমদানি করতে না পেরে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. রওশন আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “লিবরা ইনফিউশন মূলত স্যালাইন বানায়। দু’পক্ষের সমঝোতা হওয়া সত্ত্বেও আল-আরাফাহ্ ব্যাংক জোর করে আমাদের এলসি খোলা বন্ধ করে দিয়েছে। এ কারণে উৎপাদন বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি।"
আল-আরাফাহ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্র জানায়, চলতি মূলধন ও কারখানা সম্প্রসারণের জন্য ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বেসরকারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ঋণ নেয় লিবরা ইনফিউশন। কম্পোজিট বিনিয়োগ সুবিধার আওতায় ঋণ নিতে কোম্পানিটির রূপনগর শিল্প এলাকার ১৬৯ শতাংশ জমি, ওই জমির ওপর থাকা ৫২ হাজার ৮৭৭ বর্গফুটের একটি চারতলা ভবন, ১৪ হাজার ৬৪০ বর্গফুটের একটি পাঁচতলা ভবন, এক লাখ আট হাজার ১৬ বর্গফুটের একটি আটতলা ভবন এবং কোম্পানির ২৭টি মেশিন ও ইক্যুইপমেন্ট ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়। কিন্তু এক পর্যায়ে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় লিবরা ইনফিউশন। এর ফলে লিবরার কাছে ব্যাংকটির মোট পাওনা ৯৭ কোটি টাকা ছাড়িয়েছে। তবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয় দু'পক্ষ।
২০১৮-১৯ হিসাব বছরের তিন প্রান্তিক (জুলাই-মার্চ) শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১৮.০৭ টাকা। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য ১৩০৯.৮২ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৪০ টাকায় লেনদেন হয়েছে।