১৫ বছর পর দাম বাড়ছে স্যালাইনের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্যালাইনের দাম তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
দেশের শীর্ষ স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন-এর এক আবেদনের প্রেক্ষিতে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন দাম কবে থেকে কার্যকর হবে তা এখনো জানানো হয়নি।
রোববার (২০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঔষধের মূল্য নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
লিবরা ইনফিউশনের ২৩টির মতো স্যালাইন পণ্য রয়েছে বাজারে। এগুলো প্রতি প্যাকেট ৩৫ থেকে ১৪৫ টাকার মধ্যে বিক্রি হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ডলারের রেট বেড়ে যাওয়া, উৎপাদন খরচ বাড়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে স্যালাইনের দাম বাড়ানোর আবেদন করেছিল লিবরা ইনফিউশন। তাদের দাবি ছিল অনেক বেশি, তবে আমরা ৩-৫ টাকা দাম বাড়িয়েছি।
দাম বাড়ার ফলে, আগে যে স্যালাইনটি ৬৫ টাকা ছিলে এখন তার দাম হবে ৭০ টাকা। কোম্পানিটির স্যালাইনের দাম গত ১৫ বছর ধরে বাড়েনি বলে জানান ড. হাওলাদার।
ওষুধের মূল্যবৃদ্ধির এ সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ, এবং বাংলাদেশ কনজুমার্স এসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি'র প্রতিনিধিরা।
এর আগে গত জুন মাসে ওষুধের মূল্য নির্ধারণ কমিটির ৫৮তম সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি ওষুধের কোনো কোনোটির ১৩২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল।