এসপি’র আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক দুই ভাই
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের আত্মীয় পরিচয় দিয়ে, পুলিশ বাহিনীতেই নিয়োগের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দু’জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলী আফজালের ছেলে সৈয়দ মাহনুর হাসান জুয়েল (৩২) ও তার বড়ভাই সৈয়দ মাহবুব হোসেন (৪৮)।
শনিবার বেলা ১২টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার নাম ভাঙিয়ে ও আত্মীয় পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল।
এসপি শামসুন্নাহার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দ মাহনুর হাসান জুয়েলকে ঢাকা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বড় ভাই সৈয়দ মাহবুব হোসেনকে গাজীপুরের মৌচাক থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আটককৃতরা দেশের ১১টি জেলার ১৫ জন পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
আটককৃতদের থেকে দুটি মোবাইল ফোন, পরীক্ষার প্রবেশ পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান গাজীপুর পুলিশের প্রধান এই কর্মকর্তা।