জামালপুরের ডিসির বিষয়ে তদন্ত কমিটি গঠন
আপত্তিকর ভিডিও প্রকাশ পাওয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমটি গঠনের আদেশ জারি করেছেন বলে অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) গাফফার খান বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) ড. মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি এবং বিটিআরসির একজন প্রতিনিধি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এর প্রেক্ষিতে আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আহমেদ কবীরকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। তারই পথ ধরে তদন্ত কমিটি গঠন করা হল।
জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ছিলেন।