অভিষেকেই এলিসের ইতিহাস, বড় হলো না বাংলাদেশের সংগ্রহ
বৃষ্টি হানার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুটা হলো দুঃস্বপ্নের মতো, দলীয় ৩ রানেই নেই দুই ওপেনার। তখন মনে হচ্ছিল, আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াটা তাহলে ভুলই হয়ে গেল। সেই ভুল ঠিক করতে মাহমুদউল্লাহই রাখলেন বড় অবদান। তার ব্যাটেই লড়াইয়ের পূঁজি পেল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে মূলত মাহমুদউল্লাহই পথ দেখিয়েছেন। শেষের দিকে বল হাতে ইতিহাস গড়েছেন নাথান এলিস। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ঘটনা।
নাঈম শেখ ও সৌম্য সরকার কিছু বুঝে ওঠার আগেই ফিরে যান। ৩ রানেই দুই উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। যদিও এই জুটি বড় হয়নি। দলীয় ৪৭ রানে থামেন আন্তর্জাতিক ক্রিকেটে শুক্রবার ১৫ বছর পূর্ণ করা সাকিব। এর আগে ১৭ বলে ৪টি চারে ২৬ রান করেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এরপর অধিনায়ক মাহমুদউল্লাহই ব্যাট হাতে যা লড়াই করেছেন। দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ বলে ৪টি চারে ৫২ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অধিনায়ক। টি-টোয়েন্টিতে এটা তার পঞ্চম হাফ সেঞ্চুরি। আফিফ হোসেন ধ্রুবও ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান রান আউট হয়ে থামেন। এ ছাড়া নুরুল হাসান সোহান ১১ রান করেন।
ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান এলিস। এরপরের দুই বলে টানা দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টির হ্যাটট্রিক রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করেন তিনি। টি-টোয়েন্টিতে প্রথম অভিষিক্ত বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ডানহাতি এই অজি পেসার। ম্যাচে এই ৩ উইকেটেই পয়েছেন তিনি। এ ছাড়া জস হ্যাজেলউড ও অ্যাডাম জ্যাম্পা ২টি করে উইকেট নেন।