অভিষেকেই রেকর্ড বই এলোমেলো করে দিলেন আফগান ব্যাটসম্যান
ছক্কা মেরে রানের খাতা খুললেন। হাফ সেঞ্চুরিও পূর্ণ করলেন ছক্কায়। এরপর আরও ছক্কার বাহার। ছক্কায় ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। তাতে অভিষেক ওয়ানডে খেলতে নেমেই বিশ্ব রেকর্ডের মালিক হয়ে যান আফগানিস্তানের এই তরুণ ব্যাটসম্যান।
বৃহস্পতিবার আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ছক্কার পশরা সাজিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী গুরবাজ। এর মধ্যে একটি বিশ্ব রেকর্ড, অর্থাৎ তার আগে অভিষেকে এমন কীর্তি গড়তে পারেননি বিশ্ব ক্রিকেটের কোনো ব্যাটসম্যান।
অথচ গুরবাজের শুরুটায় ছিল না দাপট। প্রথম রানের দেখা পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। নবম বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন গুরবাজ। এরপর যতোটা সময় গড়িয়েছে, নিজের শাসন কায়েম করেছেন আফগান ডানহাতি এই ওপেনার।
৩৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি পূর্ণ করতে একটু রয়েসয়েই ব্যাটিং করেন গুরবাজ। ১১৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। ৮টি চার ও ৯টি ছক্কায় ১২৭ বলে ১২৭ রান করে আউট হন আফগান এই ব্যাটসম্যান।
১২৭ রানের ইনিংস দিয়ে কয়েকটি রেকর্ডে নিজের নাম খোদাই করে নিয়েছেন গুরবাজ। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা একমাত্র আফগান ব্যাটসম্যান তিনিই। তার আগে আফগানদের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসম্যান উসমান গনি। ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে ৭০ রান করেন গনি।
অভিষেকে ছক্কা মারার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন গুরবাজ, গড়েছেন বিশ্ব রেকর্ড। তার আগে কোনো ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে ৫টির বেশি ছক্কা মারতে পারেননি। গুরবাজ সেই সংখ্যাটা নিয়ে গেছেন নয়ে।
অভিষেকে বেশি ছক্কা মারার রেকর্ডটি এতোদিন নভজোত সিং সিধুর দখলে ছিল। ১৯৮৭ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ভারতের সাবেক এই ব্যাটসম্যানের। ক্রেইগ ম্যাকডার্মট, ব্রুস রেইডদের মতো বোলারদের সামলে ৭৩ রানের ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা মেরেছিলেন সিধু।
গুরবাজ তার ১২৭ রানের ইনিংস দিয়ে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন। ওয়ানডে অভিষেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ডের মালিক এখন গুরবাজ। আগের রেকর্ডটি ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের। ১৯৯২ সালে অভিষেক ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেন জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ছক্কার রেকর্ডে আফগানিস্তানের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন গুরবাজ। সেটা শুধু অভিষেকে নয়, ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এখন তার। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ শাহজাদের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলার পথে ৮টি ছক্কা মারেন শাহজাদ।
ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের বিশ্বরেকর্ডের মালিকও হয়ে যেতে পারতেন গুরবাজ। এর জন্য তাকে করতে হতো আরও ২১ রান। তার আউট হওয়ার সময় বাকি ছিল আরও ১২ ওভার। কিন্তু এই রেকর্ডটি নিজের করে নিতে পারেননি আফগান ওপেনার। এই রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেন সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
গুরবাজের রেকর্ডময় অভিষেকের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৮৭ রান তুলেছে আফগানরা। লেগ স্পিনার রশিদ খান খেলেছেন ৫৫ রানের ইনিংস। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে আয়ারল্যান্ড।