অস্ট্রেলিয়ার বিপক্ষে নেই লিটন, মুস্তাফিজের ব্যাপারে পরে সিদ্ধান্ত
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী দল গঠন করা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের জন্য। বাবা-মায়ের অসুস্থার কারণে একমাত্র টেস্ট খেলেই দেশে ফেরা মুশফিকুর রহিম জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেননি বলে তার খেলা হচ্ছে না।
এবার লিটন কুমার দাসকেও দলে পাচ্ছে না বাংলাদেশ। শ্বশুরের অসুস্থার কারণে ডানহাতি এই ব্যাটসম্যানের খেলা হচ্ছে না। বাংলাদেশ দলের ফ্লাইট ২৮ জুলাই হলেও আজই দেশে ফিরে আসছেন লিটন। এ ছাড়া মুস্তাফিজুর রহমানের খেলা নিয়েও শঙ্কা আছে। পায়ের গোড়ালিতে চোট পাওয়া বাঁহাতি এই পেসারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দল দেশে ফেরার পর।
এমনিতেও চোট আছে লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ডানহাতের কব্জিতে চোট পান তিনি। এর আগেও একই জায়গায় ব্যথা পেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়েতে তার এমআরআই করানো হয়, রিপোর্টে ভালো কিছু আসেনি। দেশে ফিরে আবার এমআরআই করানো লিটনের।
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে তার না খেলতে পারার কারণ শ্বশুরের অসুস্থতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর থেকে ফিরেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে হলে জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে হবে লিটনকে। এ কারণেই মূলত অজিদের বিপক্ষে তার খেলা হচ্ছে না।
লিটনের বিষয়ে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, 'দল ২৭ জুলাই রওনা দিলেও লিটন আজই ফিরে আসছে। শুনেছি তার শ্বশুর অসুস্থ, এ কারণে সে আগেই ফিরে আসছে।'
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এসে তিন দিনের কোয়ারেন্টিন করবে সফরকারীরা। এরপর ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টা থেকে ম্যাচ শুরু হতে পারে।