আজ শুরু ‘আসল’ বিশ্বকাপ
প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিল ৮ দলের অংশগ্রহণ। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে 'টি-টোয়েন্টি' বিশ্বকাপের 'আসল' লড়াই।
প্রথম দিনই অনুষ্ঠিত হবে দারুণ দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আরেক ম্যাচে রাত ৮টায় দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ।
পরের দিন আরও দুটি জমজমাট লড়াই। এদিন শারজাহতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই পর্বের শুরুর ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর আবুধাবিতে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২৯ অক্টোবর শারজাহতে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সাকিব-মুশফিকরা। ৪ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুবাইতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে মাহমুদউল্লাহদের সব কটি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
সুপার টুয়েলভের টিকিট পেয়েছে যারা
'এ' গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নমিবিয়া সুপার টুয়েলভে ওঠে।
'বি' গ্রুপ থেকে স্কটল্যান্ড ও বাংলাদেশ সুপার টুয়েলভে ওঠে।
প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে যারা
'এ' গ্রুপ থেকে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিদায় নেয়।
'বি' গ্রুপ থেকে ওমান ও পাপুয়া নিউ গিনি বিদায় নেয়।
সুপার টুয়েলভের দুই গ্রুপ
গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নমিবিয়া ও স্কটল্যান্ড।
সুপার টুয়েলভে বাংলাদেশ ম্যাচের সূচি
২৪ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভেন্যু-শারজাহ
২৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড, ভেন্যু-আবুধাবি
২৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- শারজাহ
২ নভেম্বর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ভেন্যু-আবুধাবি
৪ নভেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ভেন্যু-দুবাই