আফিফের গায়ে বল ছোড়ায় আফ্রিদিকে জরিমানা
আগের বলে ছক্কা, পরের বলে আফিফ হোসেন ধ্রুব ডিফেন্স করলেন। ফিরতি বল হাতে নিয়েই সোজা আফিফের দিকে বল ছুঁড়লেন শাহিন শাহ আফ্রিদি। মেজাজ হারিয়ে বল ছোড়ায় পাকিস্তান পেসারকে জরিমানা করা হয়েছে। আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আফ্রিদিরি বিরুদ্ধে। তার অপরাধটি প্রথম পর্যায়ের। জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি আফ্রিদিকে তিরস্কার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ম্যাচ শেষে অবশ্য ব্যক্তিগতভাবে আফিফের কাছে ক্ষমাপ্রার্থনা করেন আফ্রিদি। আফিফকে জড়িয়ে ধরতে দেখা যায় পাকিস্তান পেসারকে। মাঠে বেশ কিছু সময় কথা বলেন দুজন। কিন্তু আফিফের কাছে ক্ষমা চাইলেও জরিমানা এড়াতে পারেননি পাকিস্তানের তারকা এই পেসার।
ম্যাচ শেষে আফ্রিদির বিপক্ষে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার গাজী সোহেল, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। শাহিন শাহ আফ্রিদি অপরাধ মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
ঘটনাটি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির। তৃতীয় ওভারের খেলা চলছিল। শাহিন আফ্রিদির প্রথম বলে ছক্কা মারেন আফিফ। এতে যেন মেজাজ বিগড়ে যায় তার। পরের ডেলিভারিতে বলে কুড়িয়ে বেপরোয়াভাবে আফিফের শরীরে ছুড়ে মারেন আফ্রিদি। বলটি আফিফের পায়ে লাগে। বাংলাদেশের এই ক্রিকেটার উইকেটেই শুয়ে পড়েন। এরপর চিকিৎসা নিয়ে আবার ব্যাটিং শুরু করেন আফিফ।