আবারও আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা আলোচনা মানেই সেখানে সবার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। আইপিএলের শিরোপাও যেন মুম্বাইয়ের হাতে উঠতেই বেশি ভালোবাসে। আরও একবার মুম্বাইয়ের বিজয়গাঁথা লেখা হলো। আইপিএলের শিরোপা জিতে নিলো আসরটির সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।
মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল মুম্বাই। টানা দ্বিতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো মুম্বাই। এ নিয়ে পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুললো দলটি।
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চারটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দিল্লি। গ্রুপ পর্বের দুই ম্যাচেই দিল্লিকে হারায় মুম্বাই। প্রথম কোয়ালিফায়ারেও একই গল্প, জয় পায় মুম্বাই। ফাইনালেও ব্যতিক্রম হলো না। চারবারের চেষ্টাতেও মুম্বাই বাধা টপকানো হলো না দিল্লির।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নামে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৬৫ ও ঋষভ পন্তের ৫৬ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৬ রান তোলে দিল্লি। বল হাতে আলো ছড়ান মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট ও কলটার-নাইল। ম্যাচ সেরা বোল্ট ৩টি ও কলটার-নাইল ২টি উইকেট নেন।
জবাবে দারুণ শুরুর পর অধিনায়ক রোহিত শর্মা একাই দলকে অনেকটা পথ দেখান। তার ব্যাট থেকে আসে ৬৮ রানের দারুণ এক ইনিংস। বাকিটা কাজ সেরেছেন ইষাণ কিষাণ। মাত্র ১৯ বলে হার না নামা ৩৩ রান করেন তিনি। দিল্লির নরকিয়া সর্বোচ্চ ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৬/৭ (ধাওয়ান ১৫, আইয়ার ৬৫*, পন্ত ৫৬; বোল্ট ৩/৩০, কল্টার-নাইল ২/২৯)।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.৪ ওভারে ১৫৭/৫ (রোহিত ৬৮, ডি কক ২০, সূর্যকুমার ১৯, ইশান ৩৩*; রাবাদা ১/৩২, নরকিয়া ২/২৫, স্টয়নিস ১/২৩)।
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন
ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স)।
সিরিজ সেরা: জফরা আর্চার (রাজস্থান রয়্যালস)।