আরাফাত সানিকে মেরে ৫ বছর নিষিদ্ধ পেসার শাহাদাত
সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পেসার শাহাদাত হোসেন রাজীবকে ৫ বছর নিষিদ্ধ (দুই বছর স্থগিত) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার খুলনায় জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিনে মাঠে আরাফাত সানিকে লাঞ্ছিত করেন এই ডানহাতি পেসার।
প্রথম তিন বছর শাহাদাত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন এবং এই সময়ে তিনি যদি আর কোনো শৃঙ্খলা ভঙ্গের কাজ না করেন তাহলে তার বাকি দুই বছরের নিষেধাজ্ঞা কমানো হতে পারে।
মঙ্গলবার ফিল্ড আম্পায়ার এবং ম্যাচ রেফারির প্রতিবেদন দেখে বিসিবির টেকনিক্যাল কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “এর আগেও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সে (শাহাদাত) দোষী সাব্যস্ত হয়েছিল। আমরা তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাকে শাস্তি দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি।”
“এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা অন্যান্য ক্রিকেটারদের একটি বার্তা দিতে চাই যে শৃঙ্খলা ভঙ্গ করলে ভবিষ্যতে কেউ শাস্তি থেকে রেহাই পাবে না,” যোগ করেন তিনি।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে মাঠে নেমেছিলেন শাহাদাত। সানিকে মারধরের ঘটনায় লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন আম্পায়ার।
বল ঘষে উজ্জ্বল করা নিয়ে সানির সাথে ঝামেলা শুরু হয় ৩৩ বছর বয়সী এই পেসারের। আচরণবিধির লেভেল ৪ ভঙ্গ করার অপরাধে তাকে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বাংলাদেশের হয়ে ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত।
২০১৫ সালে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। ওই সময়ে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়।