আরেকটি সিরিজ হারে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মান ও গভীরতার অভাব ফুটিয়ে তুলেছে, দাবি টেলরের
টি-২০তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ পরাজয়কে দেশের সার্বিক ক্রিকেট ব্যবস্থার ব্যর্থতার ফসল বলেই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর। ব্যাটিংয়ে মানের অভাব ও পাইপলাইনে ভালো ব্যাটসম্যানের সংকটই এই সিরিজে ফুটে উঠছে বলে দাবি টেলরের।
বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে এই সিরিজ শুরু করেছিল অজিরা। এরপর টানা তিন ম্যাচে পরাজয়। এ নিয়ে সর্বশেষ পাঁচটি টি-২০ সিরিজেই পরাজয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এরকম ফলাফলকে অশনি সংকেত হিসেবেই দেখছেন টেলর।
অপরিচিত কন্ডিশনে ও দলের মূল তারকাদের ছাড়া খেলতে নামলেও জাতীয় দলের এমন অধঃপতন মানতেই পারছেন না টেলর, 'দুঃখজনক ব্যাপার হচ্ছে, এদের মধ্যে শুধু মিচেল মার্শই একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দাবি জানাতে পারেন। অবশ্য স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ, লাবুশেনা আর ম্যাক্সওয়েলকে ছাড়া গড়া এই দলকে অস্ট্রেলিয়া-এ দলই বলা যায়। কিন্তু এ দলের কাছেও আপনার প্রত্যাশা থাকে, তাদের দুইজন ব্যাটসম্যান অন্তত ৫০ বলে ৭০, আর ২৫ বলে ৫০ করবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশে সেটাও হয়নি।'
দলের অধঃপতনের জন্য ব্যাটিংয়ের দুর্বলতাকে দায়ী করে টেলর বলেন, 'এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। হতে পারে যুগ পাল্টেছে, কিংবা তিন ফরম্যাটের সমন্বয়ের ফলে এটা হচ্ছে, কিংবা করোনার জন্যও হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্যাটিংয়ে গভীরতার অভাবটা এই মুহূর্তে আমাকে বেশ ভাবাচ্ছে।'
'আমরা যখন শক্তিশালী ছিলাম, ওই যুগের দিকে যদি তাকান, বিশেষ করে টেস্টে, মূল দলে জায়গা পাওয়ার জন্য পাইপলাইনে প্লেয়ারের অভাব ছিল না,' যোগ করেন তিনি।
আরও বলেন, 'স্টুয়ার্ট ল, মার্টিন লাভের মতো ক্রিকেটাররা ডাকই পেতেন না দলে। ল্যাঙ্গার, হেইডেন, মার্টিনের মতো ব্যাটসম্যানরা ঘরোয়া ক্রিকেটে ৪০-৫০ গড় নিয়েও টেস্ট দলে জায়গা পাচ্ছিলেন না। তবে যখন জায়গা পেয়েছেন, তখন স্বাভাবিকভাবেই ভালো খেলেছেন তারা।'
সাম্প্রতিক সিরিজগুলোয় তিনজন অজি ব্যাটসম্যানের উপর বিশেষভাবে বিরক্ত হয়েছেন টেলর। সেই তিনজন হচ্ছে ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড, অ্যালেক্স ক্যারি ও মইস হ্যানরিকস।
'এই তিনজন অনেকদিন ধরেই দলের সাথে আছেন, এবং আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছেন। কিন্তু দুঃখের বিষয়, এদের মধ্যে একজনও দলের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এই তিনজনের মধ্যে অন্তত দুইজনের রান পাওয়া উচিত ছিল,' বলেন টেলর।
ক্যারি আর ওয়েড- দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অর্ধশতক হাঁকালেও টি-২০-তে মোটেই সুবিধা করতে পারছেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-৪ ব্যবধানে হারা টি-২০ সিরিজে হেনরিকস ১৯, ওয়েড ১৭ ও ক্যারি ৭ গড়ে রান তুলেছেন। বাংলাদেশ সিরিজে প্রথম তিন টি-২০ শেষে ক্যারির গড় ১৬, হ্যানরিকসের ১১ ও ওয়েডের ৬।
-
সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড