আর ছুটতে পারবেন না শোয়েব আখতার
ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে পরিচিত পাকিস্তানের শোয়েব আখতার। বল হাতে বাইশ গজের পিচে ঝড় তোলার কারণে রাওয়ালপিন্ডির ছেলে শোয়েবের নাম হয়ে গিয়েছিল 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। সেই শোয়েব আখতারই কিনা এখন আর ছুটতে পারবেন না বলছেন!
গত রোববার রাত ৯টার দিকে ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন শোয়েব। নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, খুব শিগগির অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে তার হাঁটু প্রতিস্থাপন করা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারপর থেকে আর ছুটতে পারবেন না এই ডানহাতি ফাস্ট বোলার।
পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, 'আমার ছোটার দিন শেষ। হাঁটু প্রতিস্থাপনের জন্য শিগগিরই মেলবোর্নের উদ্দেশে রওনা হবো'।
প্রসঙ্গত, খেলোয়াড়ি জীবনে বেশ কয়েক বার হাঁটুর সমস্যার কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে শোয়েবকে। বছর দুয়েক আগেও একবার হাঁটুতে অস্ত্রোপচারের জন্য মেলবোর্নে গিয়েছিলেন তিনি।
২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েব আখতার বল করেছিলেন প্রতি ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে। এখনো পর্যন্ত সেটিই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম বল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা