ইউরো ২০২০: সেরার খেতাব জিতলেন যারা
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা জিতলো ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে এই আসরের শিরোপা ঘরে তুলেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওটাই ছিল ইতালির প্রথম ইউরো। এরপর কেবল সময়ই গেছে, দুটি আসরে ফাইনালও খেলেছে আজ্জুরিরা; কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। অবশেষে ফুরালো তাদের অপেক্ষা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে টাইব্রেকারে ইতালির জয়ের নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ইউরোর সেরা গোলরক্ষকের পুরস্কারটাও উঠেছে দোনারুমার হাতেই।
দোনারুমা টুর্নামেন্টে মোট ৯টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ফাইনালে জোড়া পেনাল্টি আটকে দেন দোনারুমা। তিনটি ম্যাচে কোনও গোল খাননি। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি গোল হজম করেছেন তিনি।
পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে উঠেছে ইউরো ২০২০-র গোল্ডেন বুট অ্যাওয়ার্ড।
রোনালদো এবারের ইউরো কাপে ৪ ম্যাচে ৫টি গোল করেছেন এবং ১টি গোলের পাস বাড়িয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও ৫টি গোল করেন, তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণেই।
এছাড়া ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনের পেদ্রি। এছাড়া স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন সব থেকে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করা বোনুচ্চি।
এক নজরে ইউরো ২০২০-র পুরস্কার তালিকা-
চ্যাম্পিয়ন: ইতালি।
রানার্স আপ: ইংল্যান্ড।
স্টার অফ দ্য ফাইনাল: লিওনার্দো বোনুচ্চি।
টুর্নামেন্টের সেরা: দোনারুমা।
গোল্ডেন বুট: ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেরা তরুণ ফুটবলার: পেদ্রি।
- সূত্র-হিন্দুস্তান টাইমস