ইতিহাসের নতুন অধ্যায়ে অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন- একটা অধ্যায়ের নাম, একজন ইতিহাস রচনাকারীর নাম। পেসারদের জন্য ৫০০ টেস্ট উইকেটের মাইলফলকই একটা সময় স্বপ্নের মতো ব্যাপার ছিল। ইতিহাসের প্রথম পেসার হিসেবে কোর্টনি ওয়ালশ এই স্বপ্ন ছোঁয়ার পর আরও তিনজনের জায়গা হয়েছে ৫০০ টেস্ট উইকেটের এলিট ক্লাবে। এদের মধ্যে একজন অ্যান্ডারসন।
যদিও এখন তিনি আর এই ক্লাবের সদস্য নন। ছাড়িয়ে গেছেন আরেক ধাপ। পাকিস্তানের অধিনায়ক আজহার আলীকে আউট করে টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ এই পেসার। সাউদাম্পটনে সোমবারই ইতিহাস গড়া হয়ে যেত ৫৯৯ উইকেট নিয়ে অপেক্ষায় থাকা ডানহাতি এই পেসারের। কিন্তু বৃষ্টিবাগড়ায় সেটা হয়নি।
তৃতীয় ও শেষে টেস্টের পঞ্চম দিনও চোখ রাঙিয়েছে বৃষ্টি। একটা সময়ে মনে হয়েছিল, এই ম্যাচে ইতিহাস গড়া হবে না অ্যান্ডারসনের। বাংলাদেশ সময় ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ৯টা পেরিয়ে যায়।
অবশেষে ৯টা ১২ মিনিটে শুরু হয় খেলা। কয়েক ওভার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। আজহারকে ফিরিয়ে টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করেন অ্যান্ডারসন। সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের দেখা পেলেন তিনি।
৮০০ উইকেট নিয়ে সবার ওপরে লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের উইকেট ৭০৮টি। ৬১৯ উইকেট নিয়ে ৩ নম্বরে ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। এরপরই অ্যান্ডারসনের অবস্থান।
৩৮ বছর বয়সেও তেজোদ্বীপ্ত অ্যান্ডারসন। এই বয়সেও অনেক তরুণ পেসারের চেয়ে বেশি নিবেদন নিয়ে টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে খেলে চলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১৫৬ (চলতি টেস্টসহ) খেলে নিজেকে রেকর্ডের চূড়ায় তুললেন কিংবদন্তি এই পেসার।