প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট অ্যান্ডারসনের
ইতিহাস রচনা করলেন জেমস অ্যান্ডারসন ইতিহাসের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকার করলেন এই ইংলিশ বোলার।
কুলদীপ যাদবকে উইকেটকীপার বেন ফোকসের ক্যাচ বানিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন অ্যান্ডারসন। এর আগে মুত্তিয়াহ মুরালিধরন ও শেন ওয়ার্ন ৭০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন। তবে অ্যান্ডারসন এই ক্লাবের প্রথম পেস বোলার।
ক্যারিয়ারের ১৮৭তম টেস্টের ৩৪৮তম ইনিংসে ৭০০ তম উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ২৬.৫৩ গড় ও ২.৭৯ ইকোনমিতে উইকেটগুলো নিয়েছেন ৪১ বছর বয়সী এই পেসার। প্রতি ৫৭ বলে একটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩২ বার, চার উইকেটও নিয়েছেন ৩২ বার। তার ইনিংস সেরা বোলিং ৪২ রান দিয়ে সাত উইকেট। ম্যাচসেরা বোলিং ফিগার ৭১ রান দিয়ে ১১ উইকেট।