এএফসি কাপ বাতিল
এএফসি কাপ আয়োজনে ভেন্যু নিয়ে জটিলতা ছিল। এ কারণে বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্টটি, এমন গুঞ্জন বেশ আগের। অবশেষে সেটাই হলো। এবারের এএফসি কাপের আসর বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার এএফসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভার পর এই সিদ্ধান্ত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। করোনাভাইরাসের প্রকোপ কমে এলেও আসর আয়োজনের ব্যাপারটি যুক্তিযুক্ত মনে করেনি এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এএফসি কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করে তারা। কিন্তু করোনাভাইরাসের কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি।
আগামী অক্টোবরে 'ই' গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে শুরুর কথা ছিল। এ উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু এবার আসরই বাতিল হয়ে গেল।
করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর হোম ও অ্যাওয়ে পদ্ধতি বাদ দিয়ে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে মালদ্বীপে শুধু দক্ষিণ এশিয়ান অঞ্চলের খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।