এএফসি কাপ স্থগিত, শেষ মুহূর্তে যাত্রা বাতিল বসুন্ধরা কিংসের
সব কিছুই ঠিকঠাক ছিল, গোছগাছের পালাও শেষ। কয়েক ঘণ্টার মধ্যেই বিমান বন্দরের উদ্দেশে রওনা দেবে বসুন্ধরা কিংস। এমন সময়ে দুঃসংবাদ আসে, এএফসি কাপ স্থগিত হয়ে গেছে। বাংলাদেশসহ সাতটি দেশের উপর মালদ্বীপ সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় আসরটি স্থগিত করা হয়েছে।
এএফসি কাপ শুরু হতে মাত্র কদিন বাকি ছিল। আগামী ১৪ মে মালদ্বীপে আসরটির গ্রুপ পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের।
অনেক দেশেই করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে ভারতের করোনার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতি দিন লাখ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশেও বেড়েছিল আক্রান্ত ও মৃত্যুর হার। এএফসি কাপে অংশ নেওয়া অন্য দেশগুলোতেও করোনার প্রাদুর্ভাব বেড়েছে।
তাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান; এই সাত দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই এএফসি কাপ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
বাংলাদেশের ক্লাবটির সঙ্গে 'ডি' গ্রুপে আছে ভারতের মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। বেঙ্গালুরু এফসি ও ঈগলস ম্যাচের জয়ী দল যোগ দেবে 'ডি' গ্রুপে। এই ম্যাচটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল কিংসের।