এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগৗর তালিকা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে ইতোমধ্যে ৩৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন। এমন অবস্থায় নিজ নিজ জায়গা থেকে সবার জন্য সতর্কবার্তা পাঠাচ্ছেন তারকা খেলোয়াড়রা।
প্রাণঘাতী করোনা সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন খেলার তারকা খেলোয়াড়রা। বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও করোনা সতর্কতায় বার্তা দিয়েছেন। তার বার্তা মূলত যুবকদের জন্য। এ জন্য কবি হেলাল হাফিজের দুটি লাইনকে বেছে নিয়েছেন তিনি।
'এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- কবি হেলাল হাফিজের লাইন দুটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করেছেন মাশরাফি। কিছুদিন আগেই ওয়ানডের নেতৃত্ব ছাড়া মাশরাফি লাইন দুটিকে ভিন্নভাবে লিখে যুবকদের বাসায় থাকার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়ক নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে লেখা, 'এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।' এই ছবির ক্যাপশনে সবাইকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
ক্রিকেটারের পাশাপাশি মাশরাফির আরও একটি পরিচয় আছে। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার নড়াইল-২ আসনের সংসদ সদস্য। বাড়িতে থাকায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা সতর্কতায় সচেতনা বাড়ানোর কাজ করেছেন মাশরাফি।
সচেতনতা বৃদ্ধিতে এরআগেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মাশরাফি। ২০১৬ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে এক ভক্ত তাকে জড়িয়ে ধরেছিল। সেই ছবিটি পোস্ট করে মাশরাফি লেখেন, 'না, এভাবে কাছে আসা যাবে না! নিজের পরিচিত কিংবা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না!'