এবার নারী ক্রিকেটারদের বিসিবির আর্থিক সহায়তা
করোনাভাইরাসের দাপটে থমকে গেছে সবকিছু। খেলার মাঠসহ সবখানে নেমে এসেছে স্থবিরতা। খরচ কমাতে কর্মী ছাটাই করছে অনেক প্রতিষ্ঠান। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব কর্মী ছাটাই করেছে। খেলোয়াড়দের বেতন কমানোর প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। ক্লাবের ক্ষতি পোষাতে চার মাসের বেতন ছেড়ে দিয়েছেন জুভেন্টাসের খেলোয়াড়রা। এমন অবস্থায় ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খেলাহীন অবস্থায় অনেক ক্রিকেটারই আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেছেন। সেটা কিছুটা হলেও দূর করতে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এবার নারী ক্রিকেটারদেরও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ২০১৮-১৯ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগ ও ২০১৯-২০ মৌসুমে বিসিবির ক্যাম্পে যারা ছিলেন, সেসব নারী ক্রিকেটারকে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
বিবৃতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, 'পুরুষ ক্রিকেটারদের মতো অধিকাংশ নারী ক্রিকেটারও আয়ের জন্য ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল। এ ছাড়া আমাদের একটি ক্যাম্প করার কথা ছিল, যা কোভিড-১৯–এর কারণে বাধাগ্রস্ত হয়েছে। ক্রিকেটাররা নিষ্ক্রিয় অবস্থায় চলে যেতে বাধ্য হয়েছে। এ সময় আমাদের সাহায্য তাদের দরকার।'
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের সব ধরনের ক্রিকেট খেলা স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের দুটি সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ঘরোয়া সব ধরনের খেলা স্থগিত রয়েছে। অনেক ক্রিকেটারের একমাত্র আয়ের উৎস বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ স্থগিত আছে। নারীদেরও কোনো ক্রিকেট সহসা মাঠে গড়াচ্ছে না। এমন অবস্থায় ক্রিকেটারদের কথা চিন্তা করে এগিয়ে এসেছে বিসিবি।