শঙ্কা কেটে গেছে, নির্ধারিত সময়েই ওমান যাত্রা করবে বাংলাদেশ
বিশ্বকাপ মিশনে অংশ নিতে বাংলাদেশ দলের আজ রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমানে চড়ার কথা থাকলেও শেষ বেলায় সংশয় তৈরি হয়েছিল। ওমানের রাজধানী মাসকাটে ঘূর্ণিঝড় হওয়ায় নির্ধারিত সময়ে বাংলাদেশের ওমান যাত্রা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে তা কেটে গেছে। নির্ধারিত সময়েই ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে বিসিবির লজিস্টিক বিভাগ ও বিমান বাংলাদেশের এক কর্মকর্তা, তবে বদলে গেছে গন্তব্যস্থল। ঘূর্ণিঝড়ের কারণে মাসকাট বিমানবন্দরে যাচ্ছে না বাংলাদেশ দলকে বহন করা বিমানটি। বাংলাদেশ দল ওমানের সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে।
উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'শাহিন-এর প্রভাবে ওমানের মাসকাট বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল করা হয়েছে। ১৩ ঘণ্টার সকল ফ্লাইটের সূচি বদল করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। এই ১৩ ঘণ্টায় অবশ্য বাংলাদেশ জাতীয় দলকে বহনকারী ফ্লাইট ছিল না। তবুও নির্ধারিত সময়ে দল যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পরে সেই শঙ্কা কেটে যায়।
এর আগে জানানো হয় মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা আসতে পারে। বিমানবন্দরের অফিসিয়াল টুইটার পেজ থেকে এক পোস্ট জানানো হয়েছে, 'আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ইতোমধ্যে কয়েকটি ফ্লাইটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঘূর্ণিঝড় ওমানের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা ঘোষণা করেছে।'
বিসিবি সূত্র জানিয়েছিল, ফ্লাইট আগের সময়েই আছে। ঘূর্ণিঝড়ের প্রকোপের অবস্থার ওপর নির্ভর করবে বাংলাদেশ দলের ওমান যাত্রার বিষয়টি। মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার পর ওমান যাত্রার সবুজ সঙ্কেত মেলে।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ। ওমানে অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ। এরপর প্রথম পর্বে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল।