করোনার থাবায় এবারও স্থগিত পিএসএল
গত বছর করোনাভাইরাসের প্রকোপের মাঝেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তাতে সফল হওয়া যায়নি। করোনার ছোবলে বাধ্য হয়ে প্লে-অফ পর্ব স্থগিত করা হয়। বছরের শেষের দিকে আয়োজন করা হয় বাকি ম্যাচগুলো। এবারও পিএসএলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এবারও স্থগিত করা হয়েছে আসরটি।
সাত ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগটি স্থগিত করা হয়েছে। পিসিবির জৈব সুরক্ষা ব্যবস্থা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। সম্প্রতি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টম বেন্টন, ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদ ও লুইস গ্রেগরি করোনা পজিটিভ হন।
পাকিস্তান সুপার লিগ এক বিবৃতিতে বলেছে, 'পিএসএল ৬ স্থগিত করা হয়েছে। পরবর্তী আপডেট জানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পরিচালক বাবর হামিদ এক সংবাদ সম্মেলনে কথা বলবেন।'
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, 'ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে কথা বলে, বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকাকরণের দিকে মনোযোগ দেবে।'
পিসিবির জৈব সুরক্ষা বলয় ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক খবরে জানিয়েছে, এবারের পিএসএল আয়োজনে পিসিবি যে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে, সেখানে সব সময় ঢিলেঢালা ভাব দেখা গেছে। পাকিস্তান বা বিদেশি ক্রিকেটারদের কেউ-ই ঠিকভাবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মানেননি।