করোনার মাঝে ক্রিকেট খেলে আটক আট
করোনাভাইরাসের দাপটে স্থবিরতা নেমে এসেছে পুরো বিশ্বে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। অফিস-আলাদত চলছে সীমিত পরিসরে। বিশ্বের সব খেলাই প্রায় স্থগিত ঘোষণা করা হয়েছে। এমনকি টোকিও অলিম্পিকও পিছিয়ে যেতে পারে। এমন সময়ে ভারতে ক্রিকেট খেলতে গিয়ে আটক হয়েছেন আট যুবক।
প্রাণঘাতী করোনা সতর্কতায় সবাইকে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতজুড়ে ছিল জনতা কারফিউ। এমন সময়ে কিনা ব্যাট-বলে নিয়ে মাঠে নেমে পড়েছিলেন কয়েকজন ক্রিকেট পাগল! বিষয়টি কানে পৌঁছাতেই ক্রিকেট মাঠে পৌঁছে যায় পুলিশ। এই আট ক্রিকেটারকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যাওয়া হয়।
ক্রিকেট খেলার জন্য তাদেরকে আটক করা হয়েছে তেমন নয়। কাউফিউ ভঙ্গের দায়ে এই আট যুবককে গ্রেফতার করে পুলিশ। করোনাভাইরাসের বিস্তার রোধে গত বৃহস্পতিবার ভারতজুড়ে জনতা কারফিউয়ের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ কাজ ছাড়া সবাইকে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
ক্রিকেট পাগল এই আট যুবক সেই নির্দেশনা না মেনে মাঠে নেমে পড়েন। শুধু ক্রিকেট খেলাই নয়, পুলিশের নির্দেশনাও গ্রাহ্য করেননি তারা। স্থানীয় পুলিশের নির্দেশনা ছিল, কাউফিউ চলাকালে ৫ জনের বেশি এক জায়গায় একত্র হওয়া যাবে না।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মহাত্মা ফুলে চকের কলা তালাও এলাকায়। কলা তালাওয়ের একটি মাঠে ৯জন মিলে ক্রিকেট খেলছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাদেরকে আটক করে। একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাকি আটজনকেও জামিনে ছাড়া হয়েছে, তবে তাদেরকে থানা হাজতে থাকতে হয়েছে অনেকটা সময়।
এ ঘটনায় মহাত্মা ফুলে চক পুলিশ স্টেশনের একজন মুখপাত্র বলেছেন, 'পুলিশ কর্তৃক জারি করা নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। করোনাভাইরাসের বিস্তার রোধে ঘোষণা করা জনতা কারফিউও অমান্য করেছে তারা।'