করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। সবখানে এখন শোকের মিছিল। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা কাজী সালাউদ্দিন। এ সময়ে আরও একটি খারাপ খবর শুনতে হলো তাকে।
চুতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে সালাউদ্দিনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে বাফুফে। বিবৃতিতে বলা হয়েছে, সালাউদ্দিনের করোনা পরীক্ষার ফল গত বুধবার পজিটিভ আসে।
আক্রান্ত হলেও সালাউদ্দিনের শারীরিক অবস্থা ভালো আছে। তার শরীরে মৃদু উপসর্গ আছে। বর্তমানে আইসোলেশনে আছেন দেশের ফুটবলের প্রথম এই পোস্টার বয়।
গত ৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের আগে হাওয়া বদলের গল্প শুনিয়েছিলেন বাফুফের সভাপতি পদে নির্বাচন করা অপর দুই প্রার্থী। কিন্তু ভোটের লড়াইয়ে সালাউদ্দিনের কাছে পাত্তাই পাননি সদ্য প্রয়াত বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি পদে নির্বাচিত হন সালাউদ্দিন।