করোনায় মারা গেলেন স্বাধীন বাংলা দলের ফুটবলার
করোনাভাইরাসের কাছে হার মানতে হলো স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় নওশেরুজ্জামানকে। আজ রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন দেশের খ্যাতিমান সাবেক এই স্ট্রাইকার। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তিনি।
নওশেরুজ্জামানের মৃত্যুর খবরটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই সাইদুজ্জামান। তিনি বলেন, 'আজ রাত সাড়ে ৯টার দিকে ভাই মারা গেছেন। দুটি জানাজার পর তার দাফন সম্পন্ন হবে।'
কালের কণ্ঠে ক্রীড়া সম্পাদক হিসেবে নিয়োজিত সাইদুজ্জমান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি এই খেলোয়াড়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজার পর চাঁদপুরে তার দাফন সম্পন্ন হবে।
চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন প্রবীণ এই ফুটবলার। প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আইসিইউ ফাঁকা পাওয়া যায়নি। পরে নওশেরুজ্জামানকে গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
অবস্থার আরও অবনতি হওয়ায় পরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। খ্যাতিমান এই ফুটবলারের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দুই সপ্তাহ আইসিইউতে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা নওশেরুজ্জামানকে শেষ পর্যন্ত না ফেরার দেশেই পাড়ি জমাতে হলো। তার স্ত্রী জাফরিন জামানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেছেন।
১৯৭১ সালে ২১ বছর বয়সে স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন নওশেরুজ্জােমান। দেশের খ্যাতিমান এই স্ট্রাইকার দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। কেবল ফুটবলার হিসেবেই নয়, ক্রিকেটার হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন সাবেক তারকা এই খেলোয়াড়। মোহামেডানের হয়েই ক্রিকেট খেলেছেন তিনি, ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান।