কাল ওমান যাচ্ছে বাংলাদেশ, সাকিব-মুস্তাফিজ যোগ দেবেন ৯ অক্টোবর
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম পর্ব দিয়ে ওমানে শুরু হবে মারকাটারি এই ফরম্যাটের বিশ্ব আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ অক্টোবর প্রথম ম্যাচ হলেও অনেক আগেই ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।
আপাতত ওমান যাচ্ছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে খেলছেন। ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ৮ অক্টোবর পর্যন্ত তাদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। দুজনেরই বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে।
বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে শনিবার। রোববার সকালে রিপোর্ট পাওয়ার কথা। নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই কেবল ওমানের ফ্লাইট ধরতে পারবেন।
প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি । র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
নিউজিল্যান্ড সিরিজের পর থেকে ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। যদিও কেউ-ই বসে থাকেননি। সাকিব ও মুস্তাফিজ আইপিএল খেলতে আরব আমিরাতেই আছেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে মিরপুরে অনুশীলন করেছেন প্রায় সব ক্রিকেটারই। ছুটি শেষে আগামী এক অক্টোবর দলের সঙ্গে যোগ দেন ক্রিকেটাররা। যদিও কোনো অনুশীলন সেশন হয়নি। ওমানের গিয়ে অনুশীলন সারবে বাংলাদেশ।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছেন মাহমুদউল্লাহরা। ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। এরপর অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ।
মাঠের লড়াইয়ের আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন সাকিব-মাহমুদউল্লাহরা। সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন করে ২৪ অক্টোবর থেকে সুপার টুয়েলভের মিশন শুরু করবে বাংলাদেশ।
ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রথম পর্বের শীর্ষ ও রানার্স আপ সুযোগ পাবে সুপার টুয়েলভে। আইসিসির বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশ 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন (বি-১) হলে সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে।