কোন গ্রুপে গেল বাংলাদেশ; কোথায়, কখন কোন ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। শঙ্কা উড়িয়ে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের 'বি' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে স্কটল্যান্ডও। আগামী ২৩ অক্টোবর আরব আমিরাতের তিনটি ভেন্যুতে শুরু হবে সুপার টুয়েলভের খেলা।
শুক্রবার 'এ' গ্রুপের দুটি ম্যাচের এই গ্রুপের দুই দলের সুপার টুয়েলভ নিশ্চিত হবে। এই গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে শ্রীলঙ্কা। রানার্সআপ দলটির জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে গ্রুপ-১ এ। 'বি' গ্রুপের রানার্সআপ দলও খেলবে এই গ্রুপে। মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং প্রথম পর্বের 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন দল। শ্রীলঙ্কারই এই গ্রুপে আসার সম্ভাবনা বেশি।
২৪ অক্টোবর শারজাহতে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ প্রথম রাউন্ডের গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর আবুধাবিতে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২৯ অক্টোবর শারজাতে বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সাকিব-মুশফিকরা। ৪ নভেম্বর শেষ ম্যাচে দুবাইতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে বাংলাদেশের সব কটি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে।
সুপার টুয়েলভে বাংলাদেশ ম্যাচের সূচি:
২৪ অক্টোবর: বাংলাদেশ- এ-১, ভেন্যু-শারজাহ
২৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড, ভেন্যু-আবুধাবি
২৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- শারজা
২ নভেম্বর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ভেন্যু-আবুধাবি
৪ নভেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ভেন্যু-দুবাই