কোহলি-পন্তের ব্যাটে ভারতের লড়াইয়ের পূঁজি
শুরুর ধাক্কা সামলানো গেল, কিন্তু দাপুটে ব্যাটিং করা হলো না ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২ এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পুরো ইনিংসেই রয়েসয়ে ব্যাট চালাতে হলো ভারতকে। তাতে খুব বড় সংগ্রহ গড়া হলো না। অধিনায়ক বিরাট কোহলি ও ঋষভ পন্তের লড়াইয়ে ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫১ রান।
দলীয় ৬ রানেই দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ফেরার পর সূর্যকুমার যাদবের সঙ্গে ছোট জুটি হয় কোহলির। ১১ রান করে ফেরেন যাদব। এরপর ভারতের ইনিংস গুছিয়েছেন কোহলি ও ঋষভ পন্ত। তারা ৫৩ রানের জুটি গড়েন। পন্ত ৩০ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রান করে আউট হন। কোহলি ৪৯ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন।
এ ছাড়া রবীন্দ্র জাদেজা ১৩ ও হার্দিক পান্ডিয়া ১১ রান করেন। শুরুতে ভারতকে দিক ভুলিয়ে দেওয়া পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট নেন। হাসান আলী ২টি এবং শাদাব খান ও হারিস রউফ একটি করে উইকেট পান।
জুটি ভাঙলেন শাদাব
৬ রানের মধ্যেই দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। দলীয় ৩১ রানে থামেন সূর্যকুমার যাদবও। খাদের কিনারে পড়ে যাওয়া দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও ঋষভ পন্ত। তাদের ব্যাটে ১২ ওভারে ৮১ রান তোলে ভারত।
অবশেষে এই জুটি ভাঙলেন শাদাব খান। পাকিস্তানের এই লেগ স্পিনার ফিরিয়ে দিয়েছেন পন্তকে। ফেরার আগে ৩০ বলে ৩৯ রান করেন পন্ত। কোহলির সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১৩ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৮৭ রান। কোহলি ৩০ ও জাদেজা ১ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই আফ্রিদির আগুনে পুড়লো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির রোষাণলে পড়ে বিরাট কোহলির দল। প্রথম ওভারে রোহিত শর্মাকে ফেরানো বাঁহাতি এই পেসার পরের ওভারে উপড়ে নেন লোকেশ রাহুলের স্টাম্প।
পাকিস্তানের ২১ বছর বয়সী এই তরুণ পেসার ৩ ওভারে ১৯ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন। ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ৫ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৩০ রান।