ক্যাপ্টেন আকবরকে মাশরাফির অভিবাদন
অথর্ভা অঙ্কোলেকারের ডেলিভারিটি ৩০ গজের সীমানার ওপর দিয়ে পাঠিয়েই ভোঁ দৌড় রকিবুল হাসানের। বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ছুটলেন নায়ক আকবর আলীও। ধারাভাষ্যে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বলে উঠলেন, ‘আকবর, দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।’
উপাধিটির সঙ্গে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পরিচয় আগে থেকেই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনেকগুলো উপাধির একটি ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। নেতৃত্বগুণের কারণে অনেকেই এই নামে সম্বোধন করেন মাশরাফিকে। সেই মাশরাফিও মুগ্ধ আকবরের অধিনায়কত্বে।
খাদের কিনারে চলে যাওয়া বাংলাদেশকে পথ দেখিয়ে আলোক ঝলমলে মঞ্চে নিয়ে গেছেন আকবর। কঠিন সময়েও তার অত্যন্ত ঠাণ্ডা মাথার ব্যাটিং দেখে পুলকিত মাশরাফি। আকবরের অধিনায়কত্ব মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অত্যতম সেরা এই অধিনায়কের।
ম্যাচ শেষে তাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুব দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি আকবরকে নিয়ে লিখতেও ভুলেননি মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। ছেলেরা, আরও অনেক অনেক পথ পাড়ি দিতে হবে। সময়টা উপভোগ করো। চিয়ার্স মিস্টার ক্যাপ্টেন আকবর। চিয়ার্স বাংলাদেশ।’
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের সমান বয়সও হয়নি আকবরের। এরই মধ্যে নিজের অধিনায়কত্বের প্রশংসায় ভাসছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। সাধারণ ক্রিকেটমোদীরা তো তার অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করছেনই, বাংলাদেশ যুব দলের অধিনায়কের স্তুতিতে মেতেছেন ইয়ান বিশপ, মাশরাফি বিন মুর্তজাসহ আরও অনেক ক্রিকেট বোদ্ধাও।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে আকবর যখন উইকেটে যান, বাংলাদেশ তখন মাঝ দরিয়ায়। ততক্ষণে ঝরে গেছে প্রথম সারির চার ব্যাটসম্যান। সামনে লম্বা পথ, লড়াইয়ের পুঁজি সামান্য; এসব দেখেও দম ছাড়েননি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করার অন্যতম এই নায়ক। ৪৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।