ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন সাকিব
গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অপেক্ষা। সেটা শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে। স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি (১০৭ উইকেট) লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনারের উইকেট এখন ১০৮টি।
এদিন ক্রিকেট ইতিহাসে নতুন পাতা যোগ করলেন সাকিব। ২ উইকেটে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ (তিন ফরম্যাট মিলিয়ে) উইকেটের মালিক হলেন তিনি।
এতে অনন্য এক রেকর্ডের মালিক হয়ে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্রিকেট ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০ হাজার রান ও ৬০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব। এই রেকর্ডে তার ধারে কাছেও কেউ নেই।
এই ডাবলে সাকিবের সবচেয়ে কাছাকাছি ভারতের সাবেক অলরাউন্ডার কপিল দেব। ৬৮৭টি আন্তর্জাতিক উইকেটের মালিক তিনি। কিন্তু তার রান ৯ হাজার ৩১।
আবার জ্যাক ক্যালিসের ১০ হাজার রানের কোটা পূরণ থাকলেও নেই ৬০০ উইকেট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার ৫৭৭টি আন্তর্জাতিক উইকেটের মালিক।