ক্ষুব্ধ ভক্তদের ধৈর্য্য ধরার অনুরোধ সাকিবের
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেওয়া আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা মানতে পারেননি তাঁর ভক্তদের অনেকেই। প্রিয় খেলোয়াড়ের এই দুঃসময়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করে আর বেশীরভাগই সামাজিক মাধ্যমে করেছেন আইসিসি ও বিসিবির তুমুল সমালোচনা।
তবে ক্ষুব্ধ ভক্তদের এবার ধৈর্য্য ধারণ করার আহ্বান জানালেন সাকিব নিজেই।
গত মঙ্গলবার আইসিসির এই সিদ্ধান্তের পর রাতেই সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান সাকিব। এর তিনদিন পর শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ভক্তদের শান্ত হয়ে তাকে সমর্থন দিয়ে যেতে বললেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেন, “শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষী যে নিঃস্বার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি।”
“সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি।”
স্ট্যাটাসে সাকিব লেখেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইসিসি আকসুর পুরো তদন্তটাই ছিলো অত্যন্ত গোপনীয় এবং আমার উপর শাস্তি আরোপিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বিসিবিকে আমি এ ব্যাপারে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে।”
সেকারণে বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাকিব।
এই কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান সাকিব।
“মনে রাখতে হবে, পুরো ব্যাপারটিই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে। যেহেতু ওই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছি।”
নিষেধাজ্ঞা কাটিয়ে আবার দেশের জন্য খেলার প্রত্যয়ের কথা জানিয়ে সাকিব লেখেন, “২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছিনা আমি। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি।”