কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম: রুবেল
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞায় নিজেদের কষ্ট লুকোতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা।
দেশসেরা তারকার এই দুঃসময়ে তাঁর সহযোদ্ধারা কেউ নিজেদের ফেসবুক প্রোফাইলে আবার কেউ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন নিজেদের হতাশার কথা, জানিয়েছেন সাকিবের পাশে থাকার প্রত্যয়।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জাতীয় দলের পেসার রুবেল হোসেনও জানান, একবছরের জন্য সাকিবের দলে না থাকাটার বিষয়টি বিশ্বাস করতে না পারার কথা।
স্ট্যাটাসের সাথে একটি নিজেদের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লেখেন, “এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কি বলবো, সবসময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তী।”
“খবরটি শুনার পর কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাবো না। তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুন শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশাআল্লাহ্। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।”
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত মঙ্গলবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সবধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে রয়েছে, এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ আইসিসির শর্ত পূরণ সাপেক্ষে একই অপরাধ আবার না করলে আগামী বছরের ২৯ নভেম্বর মাঠে নামতে পারবেন সাকিব।