গেইল বললেন, ‘আমি পাকিস্তান যাচ্ছি, কে যাবে আমার সঙ্গে’
বর্তমান সময়ে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ব্যাপারটি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। পাকিস্তানে যাওয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে দেশটিতে আর অবস্থান করেনি কিউইরা। শনিবার ভাড়া করা বিমানে দেশের উদ্দেশে রওনা করে নিউজিল্যান্ড। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এমন সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ালেন ক্রিস গেইল।
নিজেকে 'ইউনিভার্স বস' দাবি করা ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব জানিয়েছেন, তিনি পাকিস্তান যাচ্ছেন। গেইল জানতে চেয়েছেন, তার সঙ্গে কে যাবেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে গেইল লিখেছেন, 'আমি কাল পাকিস্তান যাচ্ছি, কে যাবে আমার সঙ্গে।'
আপাতত পাকিস্তানে কাজ নেই গেইলের, তিনি পাকিস্তানে যাচ্ছেনও না। ক্যারিবীয় এই ব্যাটিং ঝড় হয়তো বোঝাতে চেয়েছেন, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। চাইলে যে কেউ দেশটিতে যেতে পারেন।
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। আসরটিতে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে সেখানেই আছেন গেইল। ২১ সেপ্টেম্বর গেইলের দলের প্রথম ম্যাচ মুস্তাফিজুর রহমানদের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
পাকিস্তান সফরে ঘরের মাঠের দলটির বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু কোনো ম্যাচ না খেলেই নিরাপত্তা শঙ্কায় সফরটি বাতিল করে নিউজিল্যান্ড। যদিও সফরকারী দেশটি জানিয়ে যায়নি কোন হুমকির কারণে তারা সিরিজটি বাতিল করেছে।
এমন সিদ্ধান্ত নেওয়ায় নিউজিল্যান্ডের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতারের মতে, পাকিস্তানের ক্রিকেটকে খুন করেছে নিউজিল্যান্ড। পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, এ নিয়ে আইসিসির কাছে যাবেন তিনি।