চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেলাল
মাঠের অনেক লড়াই জিতলেও এই লড়াইয়ে জেতা হলো না গোলাম রাব্বানী হেলালের। মারা গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৮ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুদিন জীবন-মরনের সন্ধিক্ষণে থাকার পর শনিবার বেলা ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন গোলাম রাব্বানী।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন, গোলাম রাব্বানীর সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো সাবেক এই ফুটবলার। কিডনি সমস্যার কারণে ব্যাংককে চিকিসা নেওয়ার পর থেকে ডায়ালাইসিস চলছিল তার।
বরিশালে জন্ম গোলাম রাব্বানীর। ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে খেলেন তিনি।
মাঝে আড়াই মাস বিজেএমসির হয়ে খেলেন তিনি। বাকিটা সময় আবাহনীর হয়ে লড়ে গেছেন তিনি। অবশ্য আবাহনীতে শুধু খেলোয়াড় হিসেবেই সময় কাটেনি তার। আবাহনীর ম্যানেজার ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন করেছেন গোলাম রাব্বানী।
জাতীয় পর্যায়ে ১৯৭৮ সাল থেকে খেলা শুরু করেন গোলাম রাব্বানী। এশীয় যুব ফুটবল দিয়ে শুরু তার ক্যারিয়ারের। জাতীয় দলে গোলাম রাব্বানীর অভিষেক হয় ১৯৭৯ সালে, খেলেন ১৯৮৫ সাল পর্যন্ত।