জনপ্রিয় রেসলার লুক হারপার মারা গেছেন
১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর নিউ ইয়র্কের রোচেস্টারে জন্ম। কিছুদিন আগেই ৪১ বছর বয়সে পা রাখেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেসলার লুক হারপার। ৪১ বছর বয়সে সেই ডিসেম্বরেই অনন্ত অসীমে পাড়ি জমালেন হারপার। ২৬ ডিসেম্বর মারা গেছেন ডব্লিউডব্লিউই'র সাবেক এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে হারপারের মৃত্যুর খরবটি জানিয়েছেন তার স্ত্রী অ্যামান্ডা হুবার। ইনস্টাগ্রামের এক পাস্টে অ্যামান্ডা জানিয়েছেন, হারপার দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
রেসলিংভক্তরা তাকে লুক হারপার নামে চেনেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি জোনাথন হুবার নামে পরিচিত। ব্রোডি লি নামেও পরিচিত ছিলেন তিনি। ডব্লিউডব্লিউই'র দীর্ঘদিনের রেসলিং ক্যারিয়ারে প্রায় সব তারকা রেসলারের সঙ্গেই লড়েছেন হারপার। আন্ডারটেকার থেকে শুরু করে কেইন, দ্য রক, জস সিনা, রোমান রেইংস, র্যান্ডি অর্টনদের বিপক্ষে লড়তে দেখা গেছে তাকে।
স্বামীর অকাল প্রয়াণে মুষড়ে যাওয়া অ্যামান্ডা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'এসব কথা আমি কখনও লিখতে চাইনি। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত। বিশ্ব ওকে লুক হারপার কিংবা ব্রোডি নামে চিনলেও ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্বামী। ওর চেয়ে ভালো বাবা আর কেউ হতে পারবে না।'
অ্যামান্ডা তার পোস্টে আরও লিখেছেন, 'আমার মনে এখন কী চলছে, সেটা বোঝানোর সামর্থ্য কোনও শব্দের নেই। ও ওর প্রিয়জনদের পাশে রেখেই ওপারে পাড়ি জমিয়েছে। হারপার দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিল। তবে করোনা ভাইরাসজনিত কোনো সমস্যা ছিল না।'
হারপারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রেসলিং দুনিয়ায়। হারপারের সঙ্গে তোলা ছবি পোস্ট করে অনেকেই টুইট করেছেন। র্যান্ডি অর্টন টুইটে লিখেছেন, 'বলার মতো ভাষা নেই আমার। ঈশ্বর তার সুন্দর পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।' ট্রিপল এইচ লিখেছেন, 'অসাধারণ প্রতিভা। দারুণ একজন মানুষ, স্বামী ও পিতা।'
'দ্য ওয়াট ফ্যামিলি' রেসলিং দলের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন হারপার। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ডব্লিউডব্লিউ'র রিংয়ে ঝড় তোলা হারপার গত বছর যোগ দেন এডব্লিউতে (অল এলিট রেসলিং)। এখানে ব্রোডি লি নামে লড়তেন তিনি।