জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকবেন না মুস্তাফিজ
শনিবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। একাদশ সাজানোর শেষ মুহূর্তের কাজ করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়করা। একাদশ চূড়ান্ত না হলেও মুস্তাফিজুর রহমানের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট ম্যাচের একাদশে থাকছেন না বাংলাদেশের বাঁহাতি এই পেসার।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক মুমিনুল হক ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। কী কারণে মুস্তাফিজকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে জানতে চাইলে ডমিঙ্গো কারণ ব্যখ্যার পর জানান, এই ম্যাচের একাদশে মুস্তাফিজ থাকছেন না। এটা ইতোমধ্যে মুস্তাফিজকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রোটিয়া এই কোচ।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের একাদশে ছিলেন না মুস্তাফিজ। তখন প্রধান কোচ বলেছিলেন, মুস্তাফিজ টেস্ট খেলার জন্য প্রস্তুত নন এই মুহূর্তে। এমনকি সাদা বলের ক্রিকেটেও তাকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।
এক টেস্ট পরই কীভাবে বদলে গেল সেই অবস্থা? প্রস্তুত নন, এমন একজন ক্রিকেটারকে কেন নেওয়া হলো স্কোয়াডে? উত্তরে ডমিঙ্গো বলেন, ‘মুস্তাফিজের অবস্থা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমি জানি। আমার মনে হয় না মুস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলার জন্য প্রস্তুত আছে। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সুইং ডেলিভারি দিতে কিছু কৌশলগত বিষয় নিয়ে তাকে কাজ করতে হবে।’
দলের সঙ্গে রাখতেই মূলত মুস্তাফিজকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। দলের সঙ্গে থেকে কৌশলগত বিষয়গুলো নিয়ে যেন বাংলাদেশ পেসার কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করতে চেয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
রাসেল ডমিঙ্গো বলেন, ‘প্রক্রিয়ার মধ্যে রাখতে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, যেন সে আমাদের নতুন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে সময় কাটাতে পারে। আমার মতে টেস্ট খেলার জন্য তাকে স্কোয়াডে নেওয়া হয়নি। অনুশীলন, পুরনো ছন্দ ফিরে পেতে, ওটিসের সঙ্গে সম্পর্ক গড়া এবং বিশ্বাস ফিরিয়ে আনতে দলের সঙ্গে থাকবে সে। সে এই ম্যাচে খেলবে না, সে আগামী পাঁচ দিন খেলার মধ্যে থাকছে না।’
টেস্টের এই পাঁচ দিনে মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন বাংলাদেশের নতুন বোলিং কোচ ওটিস গিবসন, দৃষ্টি রাখবেন ডমিঙ্গোও। এ নিয়ে প্রধান কোচ বলেন, ‘টেস্ট এবং সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো করতে সাহায্য করবে, এমন প্রয়োজনীয় বিষয়ে উন্নতি করতে সে প্রতিদিন বোলিং করবে। এই মুহূর্তে তাকে আমি টেস্টে খেলতে দেখতে চাই না। আমি তাকে সেটা বলেছি। কৌশলগত জায়গায় উন্নতি করাসহ ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে সুইং না করানো পর্যন্ত সে টেস্ট খেলছে না।’