জোকোভিচকে উড়িয়ে ফেদেরারের পাশে নাদাল
কেন তাকে ক্লে কোর্টের রাজা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করলেন রাফায়েল নাদাল। এবার আরও দোর্দন্ড-প্রতাপে দেখা মিললো স্প্যানিশ এই টেনিস তারকার। ফেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের সামনে দাঁড়াতেই পারেননি নোভাক জোকোভিচ। ৬-০, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
রোলাঁ গারোঁয় এটা নাদালের টানা চতুর্থ ও রেকর্ড ১৩তম শিরোপা। এই গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ৩৪ বছর বয়সী টেনিস তারকা। এখন ফেদেরার ও নাদাল দুজনই ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
আরও একবার যে নাদালের হাতে ফরাসি ওপেনের শিরোপা উঠতে যাচ্ছে, ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই সেটা বোঝা যায়। শুরুর সেটে নাদালের বিপক্ষে স্রেফ উড়ে গেছেন জোকোভিচ। নিজের সবচেয়ে পছন্দের কোর্টে নেমেই শাসন শুরু করে দেন তিনি। প্রথম সেট জিতে নেন ৬-০ ব্যবধানে।
দ্বিতীয় সেটেও লড়াই জমাতে পারেননি জোকোভিচ। ৬-২ গেমে জিতে শিরোপার আরেকটু কাছে পৌঁছে যান নাদাল। শিরোপা হারাতে যখন এক কদম বাকি, তখন ম্যাচে ফেরার কিছুটা আভাশ দেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ। যদিও শেষপর্যন্ত পারেননি তিনি। দাপুটে নাদাল এই সেটও ৭-৫ ব্যবধানে জিতে নেন।
নাদালের এই পারফরম্যান্স দিয়ে অবশ্য তার পুরো বছর যাচাই করা কটিন। এটাই তার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইউএস ওপেনে খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন তিনি। আর করোনার কারণে উইম্বলন ওপেন এবার অনুষ্ঠিত হয়নি।
ফরাসি ওপেন এলেই নাদালের দিকে তাক করা হয় স্পটলাইট। নাদালও প্রায় প্রতিবার জেতেন সেরার মুকুট। স্প্যানিশ এই টেনিস সেনসেশন ২০টি গ্র্যান্ড স্ল্যামের ১৩টিই জিতেছেন ফেঞ্চ ওপেনে। বাকি সাতটির মধ্যে চারটি জিতেছেন ইউএস ওপেনের। দুটি জিতেছেন উইম্বলডনের এবং একটি অস্ট্রেলিয়ান ওপেনের।
রজার ফেদেরারের রেকর্ড ছুঁলেও তা নিয়ে বিশেষ রোমাঞ্চ নেই নালাদের মধ্যে। সুইস কিংবদন্তির রেকর্ড ছোঁয়ার চেয়ে প্রিয় আসর রোলাঁ গারোঁর আরেকটি শিরোপা জেতাই তার কাছে বড়। ম্যাচ শেষে নাদাল বলেন, 'এখানে একটি জয়ই আমার কাছে সবকিছু। সত্যি বলতে, ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয় ও রজারের রেকর্ড ছোঁয়া নিয়ে ভাবছি না। আমার কাছে এটা শুধুই আরেকবার রোলাঁ গারোঁ জয়।'