জোড়া গোল দেওয়ার আগে ‘প্রচণ্ড নার্ভাস’ ছিলেন রোনালদো
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/09/12/skysports-ronaldo-united-manchester-united_5497116.jpg)
প্রত্যাবর্তনেই জোড়া গোল। ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় অভিষেক এতো ঘটনাবহুল হবে, সেটা আশা করেননি ক্রিশ্চিয়ানোর রোনালদো নিজেও। ম্যাচশেষে এই পর্তুগিজ জানালেন, মাঠে নামার পর শুরুতে বেশ নার্ভাস অনুভব করছিলেন তিনি।
শনিবার রোনালদোর জোড়া গোলের উপর ভর করেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই পর্তুগিজ তারকা ইউনাইটেড ভক্তদের আবার 'স্বপ্ন দেখাচ্ছে' বলে জানিয়েছেন ম্যানেজার ওলে গুনার সুলশার।
"দুই গোল দিবো, ভাবিনি আমি। ধরে রেখেছিলাম একটা দিতে পারবো, কিন্তু দুটা না। অবিশ্বাস্য একটা মুহূর্ত ছিল এটি," বলেন রোনালদো।
২০০৩ সালে কিশোর বয়সে ইউনাইটেডে যোগা দেওয়ার পর এবং ২০০৯ সালে বিশ্ব রেকর্ড ফি'তে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগ পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো।
তার পাঁচ ব্যালন ডি'অরের একটি এবং পাঁচ চ্যাম্পিয়নস লিগের একটি জিতেছিলেন ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন সময়েই।
ম্যাচশেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "অবিশ্বাস্য! বিশ্বাস করবেন না, খেলা যখন শুরু হলো তখন প্রচণ্ড নার্ভাস ছিলাম আমি। আমি আশা করিনি পুরো সময় তারা (দর্শকরা) আমার নামে গান গাইবে। এমন সংবর্ধনা আসলেই অবিশ্বাস্য, কিন্তু আমি এখানে ম্যাচ জিততে এবং দলকে সাহায্য করতে এসেছি।
"আমি খুব নার্ভাস ছিলাম। গত রাতেই ভাবছিলাম যে আমি ভালো খেলতে চাই এবং সবাইকে দেখিয়ে দিতে চাই যে এখনো দলকে সাহায্য করার ক্ষমতা আছে আমার। এই ক্লাবটি অসাধারণ, এবং আমি খুবই গর্বিত। তারা যেন আমাকে নিয়েও গর্বিত থাকে সেজন্য মাঠে সবকিছু দিয়ে খেলবো আমি।
"সবাই জানে ইংল্যান্ডের ফুটবল বিশ্বের অন্য যেকোনো অংশের চেয়ে আলাদা এবং স্পেশাল। ১৮ বছর বয়সে যখন প্রথম এখানে এসেছিলাম, তখন তারা আমাকে অবিশ্বাস্যভাবে বরণ করে নিয়েছিল। এবং এজন্যই আমি আবার ফিরে এসেছি।"
এই ম্যাচের মাধ্যমে কিছু নতুন রেকর্ডও করেছেন এই ৩৬ বছর বয়সী। ১২ বছর ১১৮ দিন পর ইউনাইটেডের জার্সিতে খেলতে নামা রোনালদো এখন যেকোনো ফুটবলারের জন্য প্রিমিয়ার লিগের দুই ম্যাচের মধ্যে দীর্ঘতম ব্যবধান রাখার রেকর্ডটি নিজের করে নিয়েছেন।
বার্নলির গ্রাহাম আলেকজান্ডারের পর প্রিমিয়ার লিগের কোন ম্যাচে জোড়া গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন রোনালদো। ২০১৩ সালে রায়ান গিগসের পর প্রিমিয়ার লিগে এই পর্তুগিজের চেয়ে বেশি বয়সী কেউ কোনো গোলই করতে পারেনি।
সূত্র: বিবিসি।