সৌদি আরবে গিয়ে আরবি শিখছে ক্রিস্টিয়ানো রোনালদোর মেয়েরা
ইংল্যান্ড, স্পেন ও ইতালি ঘুরে শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাবে গিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরের শুরুতে রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন রোনালদো। যেহেতু সৌদিতে খেলতেই হবে, তাই নিজের সঙ্গীনি ও সন্তানদেরও এখানেই নিয়ে এসেছেন রোনালদো।
সম্প্রতি রোনালদোর দীর্ঘদিনের সঙ্গীনি, আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ জানিয়েছেন, সৌদি আরবে থাকার পাশাপাশি আরবি ভাষাও শিখতে শুরু করেছে রোনালদোর মেয়েরা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই মেয়ে আলানা ও বেলার আরবি ভাষায় কথা বলার একটি ভিডিও পোস্ট করেছেন জর্জিনা।
গেল মঙ্গলবার জর্জিনা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় রোনালদোর দুই মেয়ে আরবি ভাষায় গান গাইছে। তারা গাইছিল- "আমার পরিবার, আমার পরিবার, আমি আমার মাকে ভালোবাসি, আমার ভাইকে ভালোবাসি।"
এই ক্লিপ পোস্ট করে, রোনালদোকে ট্যাগ করে জর্জিনা ক্যাপশনে লেখেন, "আমাদের মেয়েরা ইতোমধ্যেই আরবি ভাষায় গান গাইছে!
এর পরের আরেকটি স্টোরিতে দেখা গেছে- রোনালদোর ৫ বছর বয়সী মেয়ে আলাদা আরবিতে সপ্তাহের সাতদিনের নাম বলে চলেছে। এখানেও স্প্যানিশ ভাষায় জর্জিনা লেখেন- "আমাদের মেয়েরা এখনই আরবিতে কথা বলতে পারে।"
তবে মেয়েরা কি বলছে তা বোঝার জন্য জর্জিনাকে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে রোনালদোর আল-নাসের ক্লাবে অভিষেকের সময় থেকেই তার পুরো পরিবার সৌদি আরবে বাস করছে।
সূত্র: আরব নিউজ