জ্ঞান ফিরেছে এরিকসেনের, হাসপাতালে নেওয়া হয়েছে
ভয় কাটেনি, তবে আগের মতো শঙ্কা নেই ক্রিশ্চিয়ান এরিকসেনকে নিয়ে। জ্ঞান হারিয়ে মাঠেই পড়ে যাওয়া ডেনমার্কের এই মিড ফিল্ডারকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে কোপেনহেগেনে মুখোমুখি হয় ডেনমার্ক ও ফিনল্যান্ড। ৪৩তম মিনিটে থ্রো-ইনে এরিকসেনকে বল দেন সতীর্থ। বলের দিকে নজরই দিতে পারেননি ইন্টার মিলানের হয়ে খেলা এই মিড ফিল্ডার। জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন।
এরিকসেন পড়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়টা ছুটে যান তার কাছে। ইশারায় মেডিকেল টিমকে ডাকছিলেন তারা। মাঠেই বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা চলে, দেওয়া হয় সিপিএর। এ সময় সতীর্থরা এরিকসেনকে ঘিরে চারপাশে দাঁড়ান। মাঝে চিকিৎসা চলতে থাকে। ধারণা করা হচ্ছে হার্টের সমস্যায় ভুগছেন এরিকসেন।
বেশ কিছুক্ষণ চিকিৎসার পর এরিকসেনের জ্ঞান ফেরে। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এটা স্বস্তির খবর হলেও কয়েক মুহূর্তের জন্য মাঠে শুনশান নিরবতা নেমে এসেছিল। সতীর্থরা প্রার্থনা করছিলেন, তাদের চোখ বেয়ে ঝরে পড়ছিল জল। গ্যালারির অনেক দর্শকও কাঁদছিলেন।