সিরিজ জিততে বড় লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে
জিম্বাবুয়ে যেভাবে তেড়েফুঁরে শুরু করেছিল, মনে হয়েছিল ২০০ ছাড়ানো লক্ষ্যে ব্যাটিং করতে নামতে হবে বাংলাদেশকে। সেটা হয়নি, অবশ্য লক্ষ্য ছোটও থাকেনি। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৩ রান তুলেছে স্বাগতিকরা।
ব্যাট হাতে ঝড় তুলে জিম্বাবুয়েকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন রেজিস চাকাভা। মাত্র ২২ বলে ৬টি ছক্কায় ৪৮ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ওপেনার ওয়েসলে মাধেভেরে ৩৬ বলে ৬টি চারে ৫৪ রানের ইনিংস খেলেন।
এ ছাড়া টাডিওয়ানাশে মারুমানি ২৭, ডিওন মায়ার্স ২৩ ও রায়ান বার্ল অপরাজিত ৩১ রান করেন। সৌম্য সরকার ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান একটি করে উইকেট পান।
ঝড় থামালেন সৌম্য
টাডিওয়ানাশে মারুমানিকে মোহাম্মদ সাইফউদ্দিন ফেরালেও লাভ হয়নি। উইকেটে গিয়েই ঝড় তোলেন রেজিস চাকাভা। ওয়েসলে মাধেভেরের পর বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দিচ্ছিলেন চাকাভা। অবশেষে তাকে থামালেন সৌম্য সরকার। ফেরার আগে ২২ বলে ৬টি ছক্কায় ৪৮ রান করেন চাকাভা।
এরপর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকেও ফিরিয়ে দিয়েছেন সৌম্য। ১২ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১২৬ রান। মাধেভেরে ৪৪ ও ডিওন মায়ার্স ১ রানে ব্যাটিং করছেন।
তাসকিনের ওভারে মাধেভেরের ৪, ৪, ৪, ৪, ৪
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে। হারতে হারতে ক্লান্ত স্বাগতিকরা দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে যেন ছন্দ পেয়ে গেছে। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে শুরু করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার।
৪ ওভারেই দলের স্কোরকার্ডে ৪৮ রান যোগ করেন খুনে মেজাজে ব্যাটিং করতে থাকা টাডিওয়ানাশে মারুমানি ও ওয়েসলে মাধেভেরে। বেশি তাণ্ডব চালাচ্ছেন মাধেভেরে। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন আহমেদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান তাসকিনকে টানা ৫টি চার মারেন।