অনবদ্য উইলিয়ামসনে কিউইদের রেকর্ড সংগ্রহ
প্রথম ১০ ওভারে ১ উইকেট মাত্র ৫৭ রান তোলে নিউজিল্যান্ড। ততোক্ষণে অবশ্য উইকেটে থিতু হয়ে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপরই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন উইলিয়ামসন।
৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৪৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৫ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন। টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় সেরা ইনিংস। এই ফরম্যাটে উইলিয়ামসনের সেরা ইনিংস ৯৫, ভারতের বিপক্ষে।
তার দারুণ ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। শিরোপার লড়াইয়ে ৪ উইকেটে ১৭২ রান তুলেছে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ১৬১, ২০১৬ বিশ্বকাপের ফাইনালে করে ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড গড়ে শিরোপা জিততে হবে অস্ট্রেলিয়াকে।
উইলিয়ামসনের ব্যাটিং শো-এর দিন কিউই অন্য ব্যাটসম্যানরাও রানের দেখা পেয়েছেন। মার্টিন গাপটিল ২৮, ড্যারিল মিচেল ১১, গ্লেন ফিলিপস ১৮, জিমি নিশাম ১৩ ও টিম সেইফার্ট ৮ রান করেন। দারুণ বোলিং করা অজি পেসার জশ হ্যাজেলউড মাত্র ১৬ রান খরচায় ৩টি উইকেট নেন। একটি উইকেট পান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
অধিনায়ক হিসেবে সেরা উইলিয়ামসন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অধিনায়কদের তেমন বড় কোনো ইনিংস নেই। আগের ছয় আসরে মাত্র একটি হাফ সেঞ্চুরি ছিল। ২০০৯ বিশ্বকাপের ফাইনালে ৬৪ রানের ইনিংস খেলেন কুমার সাঙ্গাকারা। যা বিশ্বকাপ ফাইনালে কোনো অধিনায়কের সর্বোচচ ব্যক্তিগত ইনিংস ছিল।
এবারের ফাইনালে সেটা ছাড়িয়ে গেলেন কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান ইতোমধ্যে ৮১ রান করে ফেলেছেন। তার ব্যাটে ১৭ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ১৪৪ রান।
উইলিয়ামসনের প্রথম হাফ সেঞ্চুরি
দলের রান তোলার গতি যখন ধীর লয়ের, এমন সময়ে খুনে ব্যাটিং শুরু করলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক মাত্র ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। চলতি বিশ্বকাপে এটাই তার প্রথম হাফ সেঞ্চুরি ও সব মিলিয়ে বিশ্বকাপের দ্বিতীয়।
উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়িয়ে নিয়েছে কিউইরা। ১৪ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০২ রান। উইলিয়ামসন ৫৪ ও গ্লেন ফিলিপস ৪ রানে ব্যাটিং করছেন।
গাপটিলকে ফিরিয়ে দিলেন জ্যাম্পা
ধীর গতির ব্যাটিং হলেও মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু এই জুটি ভেঙে দিলেন অ্যাডাম জ্যাম্পা। অজি লেগ স্পিনারের শিকার গাপটিল। ফেরার আগে ৩৫ বলে ৩টি চারে ২৮ রান করেন গাপটিল।
১২ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮১ রান। উইলিয়ামসন ৩৯ ও গ্লেন ফিলিপস ১ রানে ব্যাটিং করছেন।
নিউজিল্যান্ডের ধীর গতির ব্যাটিং
শুরুর উইকেট হারানোর চাপ কাটিয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু কেউ-ই টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারছেন না। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধীর গতির ব্যাটিং করতে হচ্ছে তাদের।
১০ ওভার শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। অজি লেগ স্পেনার ২ ওভারে খরচা করেছেন ৯ রান। প্যাট কামিন্স এক ওভারে দিয়েছেন মাত্র ২ রান।
পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে লড়ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে কিউইরা। শুরুটা মন্দ ছিল তাদের। ৩.৪ ওভারে স্কোরকার্ডে ২৮ রান যোগ করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে মিচেলকে ফিরিয়ে দেন অজি পেসার জশ হ্যাজেলউড।
মিচেলের বিদায়ে রান তোলার গতি কমে গেছে নিউজিল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৩২ রান তুলেছে তারা। গাপটিল ১৭ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৩ রানে ব্যাটিং করছেন।